জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ভাবসংগীতে ‘খ’ শাখায় ঢাকা বিভাগের ১৩ জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছে কিশোরগঞ্জের ফারাহ ফারদিন কাশ্মীর। এর মাধ্যমে সে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ‘ক’, ‘খ’ ও ‘গ’ শাখায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রতিযোগীরা অংশ নেয়। তাদের মধ্যে ভাবসংগীতে ‘খ’ শাখায় প্রথম স্থান অধিকার করেছে ফারাহ ফারদিন কাশ্মীর।
ফারাহ ফারদিন কাশ্মীর এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘ক’ শাখার প্রতিযোগী হিসেবে ছড়াগান ও লোকসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিল।
এছাড়া ২০১৯ সালে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত প্রতিযোগিতায় লোকসংগীতে সে প্রথম স্থান অধিকার করে।
ফারাহ ফারদিন কাশ্মীর দৈনিক আমাদের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যানবিদ রওশন আরা এর গর্বিত সন্তান। চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়।
ফারাহ ফারদিন কাশ্মীর করিমগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কৃতী ছাত্র।
তার ভবিষ্যত সফলতার জন্য বাবা-মা সকলের দোয়া চেয়েছেন।