পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় (ষাঁড় দৌড়) প্রতিযোগিতা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া রুদিয়াপাড়া গ্রামের খোলা মাঠে এই হাল দৌড় (ষাঁড় দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাল দৌড় (ষাঁড় দৌড়) প্রতিযোগিতায় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রাম হতে হাল (ষাঁড়) নিয়ে আসা ১২ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
অন্তত দশ হাজার দর্শক হাল দৌড় (ষাাঁঢ় দৌড়) প্রতিযোগিতা দেখতে সেখানে জড়ো হন।
দুইটি করে ষাঁড় নিয়ে আসা ১২ জন প্রতিযোগী একজনের পর আরেকজন প্রতিযোগিতার দৌড়ে অংশ গ্রহণ করেন।
এর মধ্যে সর্বনিম্ন ২০ সেকেন্ড সময়ে ১০০০ মিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অর্জন করে পাকুন্দিয়া উপজেলার কন্দরপদ্দি গ্রামের বাদল লাটের ষাঁড় দু’টি।
২৩ সেকেন্ড সময়ে একই পথ অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করে একই গ্রামের রফিক মিয়ার হাল জোড়া। এছাড়া ২৬ সেকেন্ড সময়ে ৩য় স্থান অর্জন করে রাব্বি মিয়ার দুই ষাঁড়।
বিজয়ীদের পুরস্কার হিসেবে ১টি করে ছাগল দেওয়া হয়।
ঐতিহ্যবাহী এই হাল দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মো. তৌফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন মালয়েশিয়া প্রবাসী রোহান আহমেদ শামীম এবং পরিচালনা করেন মকবুল আহমেদ (সুন্দর আলী)।