কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ২ হাজার পরিবার পেল কৃষিবিদ মশিউরের ব্যক্তিগত তহবিলের সহায়তা

 মিছবাহ উদ্দিন মানিক | ১৬ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:৩৯ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে দুই হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় চাল, আটা, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী হতদরিদ্র ও কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর