কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে এনসিটিএফ’র স্মারকলিপি

 স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০২০, বুধবার, ১২:৫১ | কলকাকলি 


শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) জেলা কমিটি।

সোমবার (১৩ জুলাই) কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ইমেইল এর মাধ্যমে স্মারকলিপিটি প্রেরণ করা হয়।

ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান অভি স্বাক্ষরিত স্মারকলিপিতে গণমাধ্যমে প্রকাশিত শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করা হয়।

ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কিশোরগঞ্জ জেলা কমিটি সূত্র জানায়, শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একই দিন কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটিসহ সারা বাংলাদেশের ৬৪ জেলা এনসিটিএফ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়।

স্মারকলিপি প্রেরণে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র এবং ইয়েস বাংলাদেশ সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর