কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা

 মো. তরীকুল হাসান, পাকুন্দিয়া | ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৪৫ | নারী 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আলী আকবর প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ৫টি ক্যাটাগরিতে জীবন সংগ্রামে সফল নারী জান্নাতুল ফেরদৌস পান্না, খালেদা আক্তার, আল্পনা বেগম, নিলুফা আক্তার এবং শারমিন সুলতানা শাপলাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর