কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে কিশোরগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৪ জুন ২০২৩, রবিবার, ৩:৪৬ | নারী 


রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে রবিবার (৪ জুন) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার আন্দোলন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার।

কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম, সদস্য এডভোকেট শংকরী সাহা, মনিকা দাস, শহরের রথখলা কমিটির সভাপতি মনোয়ারা জলি প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা শাখার অর্থ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলীর সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের রোভার শিক্ষক সালমা হক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহীন সুলতানা ইতি, কিশোরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ মাহফুজা আরা পলক, সাংবাদিক তাসলিমা আক্তার মিতু প্রমুখ।

বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কর্তৃক একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজকে যৌন হয়রানি ও অশ্রাব্য গালিগালাজের তীব্র নিন্দা জানান এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের নিকট দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর