কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এমপি তৌফিকের ঘোষণা: হাওর হবে মডেল শহর

 বিজয় কর রতন, মিঠামইন | ২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৯:০৬ | হাওর 


কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, এক সময়ের অবহেলিত হাওর অঞ্চলে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগামীতে এ হাওর-ই হবে মডেল শহর। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেনানিবাস, স্টেডিয়াম, পলিটেকনিক্যাল কলেজসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে আমাদের হাওরে। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ও দুই দুইবারের মহামান্য রাষ্ট্রপতির কারণে।

সোমবার (২৫ জানুয়ারি) মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া পিংগাতিয়া খালের উপর মিঠামইন-কাটখাল সড়কে ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতির বড় ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব কথা বলেন।

তিনি বলেন, হাওরে পর্যটন এলাকা ঘোষণা করার বিপুল সম্ভাবনা রয়েছে। ঘাগড়ার হোসেনপুরে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। পর্যটকদের জন্য মিঠামইন সদরে অনুরূপ আরো রিসোর্ট নির্মাণ করা হবে। উড়াল সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের উদ্দেশ্যে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, যে কোন ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদারদের সার্বিক সহযোগিতা করবেন। কোন অনিয়ম হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষসহ আমাকে অবগত করবেন।

এছাড়া তিনি তাঁর বক্তব্যে মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করে সকলকে দোয়া করার অনুরোধ জানান।

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া পিংগাতিয়া খালের উপর মিঠামইন-কাটখাল সড়কে ৯৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪৩ লাখ টাকা। এ সেতুর কাজ বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মিঠামইন।

ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করনে ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন।

এতে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, এলজিইডি’র কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমুখসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ঘাগড়া অটোরিক্সা মালিক সমিতির প্রায় শতাধিক গাড়ী ও চালক উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর