কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৫ জুন ২০২১, শনিবার, ৫:৪২ | কটিয়াদী 


'প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে নানা আয়োজনে শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সংগঠনটি মাসব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ, চারা বিতরণ, পাখির জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করণে গাছে গাছে মাটির কলস স্থাপন ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে।

'প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি' স্লোাগান নিয়ে শনিবার (৫ জুন) কটিয়াদী সরকারি কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন, বিতরণ ও লিফলেট বিতরণ করে কার্যক্রমের শুভ সূচনা করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ সময় কলেজ চত্বরে গাছের চূড়ায় মাটির কলস স্থাপন কার্যক্রম অবলোকন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, পৌর মেয়র শওকত উসমান, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন-অর-রশিদ, সাবেক ভিপি দুলাল বর্মন প্রমুখ।

বক্তাগণ বলেন, পৃথিবীর উষ্ণতা ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। ব্যাপক হারে বৃক্ষরোপণই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। ফিরিয়ে আনতে পারে জীব বৈচিত্র।

অনুষ্ঠানে অন্যদের মাঝে পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তুফা, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মানিক চান কর, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ টিটু, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা দীপক রায়, মোবারক হোসেন ফারুক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, রফিকুল ইসলাম সোহাগ, কামরুল ইসলাম কামাল, আমজাদ হোসেন লিটন, রক্তদান সমিতি'র সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, নবজিৎ সাহা, রাহুল রায়, আজমল হক রাফি, কাউসার আহমেদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর