কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় একজনকে হত্যা, আরেকজন গুরুতর

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ২:১৪ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে গরুর গোবরের স্তুপে মুরগীর আচড়ে খাবার খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল খায়ের কাহাব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ধলু মিয়া আরেক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে আবুল খায়ের কাহাবের একটি মুরগী প্রতিপক্ষ ইছাক মিয়ার গরুর গোবরের স্তুপের উপর আচড়িয়ে খাদ্য খাচ্ছিল। এ নিয়ে বাড়ির মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে সন্ধ্যার পরে উভয় পক্ষের নারী-পুরুষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন কাহাব ও ধলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে মাথা থেতলে দেয়। তাদেরকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সেখানে আবুল খায়ের কাহাবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে গুরুতর আহত ধলু মিয়াও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর