কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে রনি (২০) নামে এক যুবককে তিন পিস ইয়াবাসহ আটকের পর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি রেললাইনের পাশে থেকে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম ইয়াবাসহ আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
দণ্ডিত রনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গ্রামের মৃত সাত্তারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি রেললাইনের পাশে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ রনিকে আটক করে।
তার বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেনের নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।