কিশোরগঞ্জে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন ওমর ফারুক (৩১) নামে এক বিকাশ কর্মী। তাঁর পরিবারের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে অপহরণ করেছে। কিন্তু পুলিশ এখনো মামলা নেয়নি। মামলা নিয়ে টালবাহানা করছে।
বিকাশ কর্মী ওমর ফারুককে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বুধবার (৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজ এলাকায় মানববন্ধন করেছেন পরিবার, স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন ওমর ফারুকের স্ত্রী, ছোট মেয়ে ও স্বজনরা। তারা ওমর ফারুককে খুঁজে বের করে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন।
ওমর ফারুক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিকাশ অফিসে কাজ করতেন।
স্বজনেরা জানান, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায় অফিসে যান ওমর ফারুক। কিছু সময় কাজ করে তিনি বাসায় ফেরেন। এরপর বিকাল ৪টা ২০মিনিটে আবার অফিসের উদ্দেশ্যে বের হন। কিন্তু রাতে অফিস থেকে ফোন করে পরিবারকে জানানো হয়, তিনি অফিসে পৌঁছাননি।
এরপর থেকেই ওমর ফারুক নিখোঁজ রয়েছেন। পরদিন তাঁর বাবা জসিম উদ্দিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে পরিবারের দাবি, থানা এখনো যথাযথভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না।
পরিবারটি জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাতে ওমর ফারুকের বাবা জসিম উদ্দিনের ফোনে একটি অজানা নম্বর থেকে মুক্তিপণের ফোনকল আসে। ওই ফোন থেকে ৫ লাখ টাকা দাবি করা করা হয়। টাকা পেলে ফারুককে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়।
ফোন কলটি পাওয়ার পর পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই ফোন নম্বরটিও এখন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ওমর ফারুককে ফিরে পেতে স্বজন ও এলাকাবাসীদের নিয়ে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন।
ওমর ফারুকের ছোট ভাই মোশাররফ হোসেন রনি বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম, ভাই নিখোঁজ। এখন আমরা নিশ্চিত, তাকে অপহরণ করা হয়েছে। জমি নিয়ে যাঁদের সঙ্গে আমাদের বিরোধ ছিল, তারাই জড়িত বলে মনে করি। থানায় বারবার গেছি, কিন্তু শুধু সময়ক্ষেপণ হচ্ছে।
ওমর ফারুকের ছোট মেয়ে ফারজানা মানববন্ধনে চোখের পানি মুছতে মুছতে বলে, বাবা বাসা থেকে বের হওয়ার সময় বলেছিল, মজা আনবে। আমার বাবাকে ফিরিয়ে দিন, প্লিজ।
মানববন্ধনে ওমর ফারুকের স্ত্রী ফাহমিদার কণ্ঠ কাঁপছিল। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, আমার দুটো ছোট বাচ্চা আছে। একা কীভাবে সামলাব? আমি শুধু চাই, আমার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হোক।
কিশোরগঞ্জের বিকাশ ডিস্ট্রিবিউটর এহতেশামুল হুদা মুনাব্বী বলেন, ওমর ফারুক আমাদের কর্মী। অফিস থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা পুলিশকে তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছি।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকাশকর্মী ওমর ফারুক অফিস থেকে পাঁচ লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। সর্বশেষ তিনি রেলস্টেশন থেকে টাকা উঠান। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ। অফিসেও যাননি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযোগ পেয়ে সাধারণ ডায়েরি নিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মামলা না নেওয়ার বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। আমরা এ ঘটনার সবদিক গুরুত্ব দিয়ে দেখছি। তাকে পাওয়ার জন্য চেষ্টা করছি।