জেলা পাবলিক লাইব্রেরি’র জন্য কম্পিউটার দিয়েছেন এ.এফ.এম. ইমদাদউল্লাহ

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
নভেম্বর ৫, ২০২৫
জেলা পাবলিক লাইব্রেরি’র জন্য কম্পিউটার দিয়েছেন এ.এফ.এম. ইমদাদউল্লাহ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জেলা পাবলিক লাইব্রেরি’র তথ্য প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে উপহার হিসেবে একটি কম্পিউটার সামগ্রী দিয়েছেন লাইব্রেরি’র নির্বাচিত প্রথম সহ-সাধারণ সম্পাদক এ.এফ.এম. ইমদাদউল্লাহ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি উপহারের এই কম্পিউটার সামগ্রী হস্তান্তর করেন।

জেলা পাবলিক লাইব্রেরি’র পক্ষে উপহার গ্রহণ করেন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মু. আবদুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক সামিউল হক মোল্লা, অর্থ সম্পাদক এনামুল হক কামরুল, কার্যনির্বাহী সদস্য মো. জিয়াউর রহমান এবং লাইব্রেরিয়ান মো. মুজিবুর রহমান।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ