কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
সেপ্টেম্বর ২৯, ২০২৫
কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবাসহ মো. মতিউর রহমান (৩২) নামে এক যুবককে আটকের পর তিন মাসের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন তাকে এই জেল-জরিমানা করেন।

দণ্ডিত মো. মতিউর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা গ্রামের মৃত নজুমদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বানিয়াকান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই পিস ইয়াবাসহ মো. মতিউর রহমানকে আটক করে।

ইয়াবাসহ আটক মতিউর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন জানিয়েছেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ