কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা কর্মসূচি

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
সেপ্টেম্বর ২৫, ২০২৫
কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা কর্মসূচি

কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা কর্মসূচির আয়োজন করেছে রক্তবন্ধু কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ স্বাধীনবাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং চক্ষু সেবা প্রদান করা হয়।

এর আগে রক্তবন্ধু কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল আলম আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌধুরী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মানিক রায় চৌধুরী, নাট্যজন ও অভিনেতা আতাউর রহমান খান, প্রাক্তন সেনা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান, শোলাকিয়া চৌরাস্তা জামে মসজিদের খতিব মুফতি ইলিয়াস কাসেমী, সমাজসেবক হাফিজুর রহমান বাবুল, রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন সুমন প্রমুখ।

এ সময় বক্তারা রক্তদানের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

সংগঠনের সভাপতি শরিফুল আলম আরেফীন জানান, প্রতি বছর এ সংগঠন থেকে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা-উপজেলায় রক্তদাতাদের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আলোচনা সভা শেষে রক্তদান কল্যাণ সংস্থার কার্যালয় উদ্বোধন ও স্বেচ্ছাসেবকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ