অ্যাথলেটিকস ইভেন্টের মধ্য দিয়ে পর্দা উঠলো বাংলাদেশ যুব গেমস্ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতার। সোমবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুন্নাহার হিরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।
তৃণমূল থেকে সম্ভাবনাময় অ্যাথলেটদের খোঁজার লক্ষ্য নিয়ে সোমবার শুরু হয় বাংলাদেশ যুব গেমসের জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা। যদিও রোববারই মশাল প্রজ্বলন ও র্যালির পর্ব দিয়ে গেমসের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। প্রথমবারের মতো শুরু হওয়া এই ক্রীড়া উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে ক্রীড়ামোদি ও সংশ্লিষ্টদের মাঝে।