কিশোরগঞ্জে স্কুল ও মাদরাসার শীতকালীন খেলাধূলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
শহরের পুরাতন স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসার বাছাই করা খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।