ভয়রা গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের আজকের দিনে (২৮ আগস্ট) ইটনা উপজেলার ভয়রা বটমূলে পাকবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হন শতাধিক নিরপরাধ মানুষ। নৌকা যোগে নিরাপদ গন্তব্যে যাওয়ার পথে পার্শ্ববর্তী ছত্রিশ ও ঢালারগাঁও গ্রামের এসব নিরপরাধ মানুষকে ধরে এনে ভয়রা বটমূলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ সময় সেখানে অনেককে জ্যান্ত মাটিচাপাও দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৭১ সালের ১৯ এপ্রিল পাক হানাদার বাহিনী কিশোরগঞ্জে আসে। এর দীর্ঘ চার মাস পর ২৬ আগস্ট (৯ ভাদ্র) পাকবাহিনীর প্রথম দলটি কিশোরগঞ্জের ইটনায় গিয়ে ক্যাম্প স্থাপন করে। অক্টোবরের প্রথম দিকে ইটনা ছেড়ে যাওয়ার আগে মাস দেড়েকের ব্যবধানে তারা ইটনা ও মিঠামইনের বিভিন্ন স্থানে গণহত্যার নজির রেখে যায়। বর্ষার ওই সময়টাতে স্থানীয় দোসরদের সহযোগিতায় গানবোট ও স্পিডবোট নিয়ে পাকবাহিনী বিভিন্ন গ্রামে অপারেশন চালায়। সেসব অপারেশনের মাধ্যমে ধরে আনা শত শত নিরপরাধ মানুষকে নারকীয় কায়দায় হত্যা করে মাটিচাপা দেয়া হতো ইটনা থানা সদরের দক্ষিণ দিকে অবস্থিত জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা গ্রামের বটমূলে। এরমধ্যে ২৮ আগস্ট একদিনেই নৌকা যোগে নিরাপদ গন্তব্যে যাওয়ার পথে পার্শ্ববর্তী ছত্রিশ ও ঢালারগাঁও গ্রামের শতাধিক নিরপরাধ মানুষকে ধরে এনে ভয়রা বটমূলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ সময় সেখানে অনেককে জ্যান্ত মাটিচাপাও দেওয়া হয়। ইতিহাসের এই বর্বরতম ভয়রা ট্রাজেডির নিরব সাক্ষী হিসেবে প্রাচীন বটগাছটি এখনো ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু স্বাধীনতার ৪৬ বছরেও সংরক্ষণ করা হয়নি ভয়রার সে বধ্যভূমিটি। হানাদারদের বর্বরতম হত্যাযজ্ঞের নিরব সাক্ষী হয়ে থাকা স্থানটি পড়ে রয়েছে চরম অযত্ন আর অবহেলায়। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল সেসব মর্মান্তিক আত্মত্যাগের স্মৃতি আজ ধূসর। এমনকি বধ্যভূমির জায়গা দখল করে নির্মাণ হচ্ছে একের পর এক স্থাপনা। এরপরও নেই কোন সরকারি উদ্যোগ ও তৎপরতা।
দেশের স্বাধীনতার যূপকাষ্ঠে যেসব মানুষকে নির্মমভাবে নিজের জীবন দিতে হয়েছে, সেসব মানুষের রক্তে রাঙা ভয়রা বধ্যভূমি সংরক্ষণের দাবি পূরণ না হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করেছেন।