কিশোরগঞ্জে শোক ও শ্রদ্ধায় ‘বড়ইতলা গণহত্যা’য় শহীদদের স্মরণ করা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের বড়ইতলায় সংগঠিত গণহত্যার স্মরণে শুক্রবার সকালে বড়ইতলা স্মৃতিসৌধে সদর উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার মো. বাসির উদ্দিন ফারুকী, এ বি ছিদ্দিক, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনসহ শহীদ পরিবারের লোকজন, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।