www.kishoreganjnews.com

‘এ দেশে কোন ভুয়া মুক্তিযোদ্ধা থাকবে না’



[ রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৯ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ৬:৪০ | মুক্তিযুদ্ধ ]


মুক্তিযুদ্ধের ৮নং সাব-সেক্টর কমান্ডার ও মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের গার্ড অব অনার প্রদানকারী সাবেক এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধা তালিকায় প্রচুর ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে। বঙ্গবন্ধুর অবর্তমানে কিশোরগঞ্জের কৃতী সন্তান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রজ্ঞা এবং দক্ষতায় যেভাবে দেশ স্বাধীন হয়েছে, তাঁরই উত্তরসূরী এবং দক্ষ ও প্রাজ্ঞজনের সহযোগিতায় বাছাইয়ের মাধ্যমে এ দেশে কোন ভুয়া মুক্তিযোদ্ধা থাকবে না।

শনিবার দুপুরে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম এসব কথা বলেন।

সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এই মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু হত্যা মামালার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ।

এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা। ইসমত কাদির গামা বলেন, এদেশে জিয়াউর রহমান নিজের পক্ষে লোক টানতে গিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছেন। যাচাই বাছাই করে ভুয়াদের বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সমাবেশে অন্যদের মাঝে মুক্তিযোদ্ধা জহির উদ্দিন বিচ্ছু জালাল, উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী, ক্যাপ্টেন (অব.) আবদুল কুদ্দুছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান খাঁন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন কমান্ডার আবু আসাদ আকন্দ, সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, পাকুন্দিয়া থানার ওসি মো. জাকির রব্বানী, মহিউদ্দিন কাঞ্চন প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ পরিচালনায় ছিলেন সরকার শফি উল্লাহ দিদার।

এর আগে প্রধান অতিথি নবনির্মিত ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড অফিস উদ্বোধন করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com