কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ শহরে পুলিশের ফুটপাত দখলমুক্ত অভিযান

 স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০১৮, শুক্রবার, ৯:২২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ শহরে ফুটপাত দলমুক্ত অভিযান পরিচালনা করেছে সদর থানার পুলিশ। শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত এর নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। এসময় ইফতার সামগ্রি বিক্রির জন্য ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী শেডগুলো ভেঙে দেয়া হয়। রাস্তার পাশের হকারদের অস্থায়ী দোকানও তুলে দেয়া হয়।

ফুটপাত দখল করে অস্থায়ী দোকান ও শেড নির্মাণের ফলে পথচারীদের চলাচলে সমস্যা হয়। পথচারীদের তখন ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে পথ চলতে হয়। এর ফলে পথচারী এবং যানবাহন উভয়কেই সমস্যায় পড়তে হয়। আবার রাস্তার দুই পাশ দখল করে হকারদের অস্থায়ী দোকান বসার কারণেও যানজটের সৃষ্টি হয়। আর সেই কারণেই পুলিশ রাস্তা এবং ফুটপাত মুক্ত করার অভিযানে নেমেছে। পুরানথানা এলাকা থেকে শুরু করে এই অভিযান পুরো শহরেই পরিচালনা করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর