কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৮০০তম সভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৮:৩০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসর নিয়মিত সাপ্তাহিক সভা আয়োজনের মধ্য দিয়ে ৮০০তম সভা পূর্ণ করেছে। বিশেষ এ উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ আফজল।

এতে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব মো. নিজাম উদ্দিন, বিআরডিবি’র উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন মো. আতাউর রহমান মিলন ও ইটনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মেহের উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা লিমেরিকার ও কবি মো. রেজাউল হাবীব রেজা।

অনুষ্ঠানে জাতীয় শিশু পুরস্কার প্রাপ্ত মারিয়া তাসনীম প্রাপ্তিকে সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় এতে অন্যদের মধ্যে বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম বাঙালি, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, সহকারী সমন্বয়ক আবু সাঈদ, প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, সহ-সম্পাদক রেহান উদ্দিন রেহান, কবি জামাল উদ্দিন, শিল্পী জসিম উদ্দিন, কবি মাসুম, আলমগীর অলিক, আরিফুর রহমান ইমন, প্রিয়া দেবনাথ, সুবর্ণা দেবনাথ, সানজিদা উষা, হিরণ আকন্দ প্রমুখ আলোচনায় অংশ নেন।

কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করেন এবং শিল্পীরা গান গেয়ে আসরের ৮০০তম সভাকে মাতিয়ে রাখেন।

এতে ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর