কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা

 স্টাফ রিপোর্টার | ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৫:৩০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার।

আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সাংবাদিক মোস্তফা কামাল, একে নাসিম খান, আলম সারোয়ার টিটু, সাইফউদ্দীন আহমেদ লেনিন, আশরাফুল ইসলাম, সাইফুল মালেক চৌধুরী, শফিক আদনান, সুলতান রায়হান ভূঁইয়া রিপন ও মনোয়ার হোসাইন রনী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, পপি’র জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম প্রমুখ।

আলোচকগণ নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে উৎপাদক ও বিপননকারী পক্ষের পাশাপাশি প্রশাসন এবং ভোক্তাদেরও সচেতন থাকার জন্য আহবান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর