কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৮:৩৫ | কিশোরগঞ্জ সদর 


ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় হল রুমে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিভিন্ন আলোচনা, কবিতা আবৃত্তি করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে বঙ্গবন্ধুর জীবনের উপর একটি ডকুমেন্টারী ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ট্রাস্টি সদস্য মো. মনিরুল হক, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. নুরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজী বিভাগের প্রভাষক আল মুরসালিন সম্রাট প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর