কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১:৩৪ | কিশোরগঞ্জ সদর 


সারা দেশের ১০২টি উপজেলার সঙ্গে শতভাগ বিদ্যুতায়নের আওতায় যুক্ত হলো কিশোরগঞ্জ সদর উপজেলা।  বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্য ১০১টি উপজেলার সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে একই সময়ে কিশোরগঞ্জ সদর উপজেলাতেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে শতভাগ বিদ্যুতায়নের ফলক উন্মোচন করা হয়।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক সারওয়ার ইকবাল, কিশোরগঞ্জ পল্লী সমিতির জেনারেল ম্যানেজার মো. মনিরউদ্দিন মজুমদার,  কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. সাদেকুর রহমান সাদেক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অসীত কুমার ভৌমিক প্রমুখ ছাড়াও জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সূত্র জানায়, শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলায় ২০৯টি গ্রামে ১৬১ কি.মি. বিদ্যুৎ লাইনে ৪০০৩৬টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর