কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান

 স্টাফ রিপোর্টার | ৭ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৭:২৫ | কিশোরগঞ্জ সদর 


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ই ফেব্রুয়ারির রায়কে ঘিরে বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে কিশোরগঞ্জে বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করছে পুলিশ।

বুধবার থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ থানা এলাকায় এই বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াতের নেতৃত্বে থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান, পরিদর্শক (অপারেশন) তানভীর আহমেদ এবং পরিদর্শক (ইন্টিলিজেন্স) শফিকুল ইসলামের সমন্বয়ে বিশেষ ঝটিকা অভিযান কাক-ডাকা ভোর থেকে শুরু হয়ে গভীর রাত অবধি চলছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রায়কে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক তৎপরতার অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম।

মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তারা কাজ করে যাচ্ছেন। মেস, আবাসিক হোটেল, বাসাবাড়িসহ সন্দেহজনক যেকোন গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর