কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রাণিসম্পদ বিভাগে বিদায়-বরণ অনুষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০১৯, বুধবার, ১২:২২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের প্রাণিসম্পদ বিভাগের চার কর্মকর্তাকে বিদায় এবং এক কর্মকর্তাকে বরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. নীল রতন পন্ডিত।

ভেটেরিনারি সার্জন ডা. সালেহা বেগমের সার্বিক পরিচালনায় আলোচনায় অংশ নেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন বাহাদুর আলী, এআই টেকনিশিয়ান রঞ্জিত সরকার, বিদায়ী এফএআই আব্দুস সাত্তার, এফএআই মীর মফিজ উদ্দিন, বিএফএ মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, এফএআই মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত এফএআই সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে বিদায়ী এফএআই আব্দুস সাত্তার,এফএআই মীর মফিজ উদ্দিন, বিএফএ মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও এফএআই মোহাম্মদ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচকেরা বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘ চাকুরিজীবনে একনিষ্ঠ সেবা দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর