কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টবর্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মতবিনিময় সভা শনিবার

 স্টাফ রিপোর্টার | ৯ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১১:৫৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামে একটি উন্নত ও অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার ১৩ এপ্রিল সকাল ১০ ঘটিকায়।

অষ্টবর্গের ঐতিহ্যবাহী শাহ্ বাড়ি প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতির জেষ্ঠ্যপুত্র, সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ। প্রধান আলোচক থাকবেন রাজনীতিবিদ-আইনজীবী ভূপেন্দ্র ভৌমিক দোলন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য স্কুলের উদ্যোক্তা শাহ্ ইসকান্দার আলী স্বপন ও ধন্যবাদ জ্ঞাপন করবেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তারেক কামাল।

উল্লেখ্য আউলিয়া শাহ্ সাগড়া (রহ.)- এর পবিত্র স্মৃতিতে ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শাহ্ মাহ্তাব আলী (রহ.)-এর ইচ্ছায় এলাকাবাসীর কল্যাণার্থে এই ব্যতিক্রমধর্মী স্কুল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর