কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মা-বাবাকে মারপিটের অপরাধে যুবকের দেড় বছরের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১:২৭ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মা-বাবাকে মারপিটের অপরাধে মো. বক্কর (২০) নামে এক যুবককে এক বছর ছয় মাস (দেড় বছর) কারাদণ্ড এবং ৫শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল এই দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজার পর মো. বক্করকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মো. বক্কর কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চুকিনগর গ্রামের হাজী আব্দুল খালেক সরকারের ছেলে।

এর আগে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ বাবা, মা ও বড় ভাইকে মারপিটের অভিযোগে মো. বক্করকে চুকিনগর গ্রাম থেকে আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, বক্কর নেশার টাকার জন্য প্রায়ই তার মা, বাবা ও বড় ভাইকে মারপিট করতো। বুধবার (১৪ আগস্ট) দুপুরে একই ভাবে সে তার মা, বাবা ও বড় ভাইকে মারপিট করে।

খবর পেয়ে পুলিশ চুকিনগর গ্রামে গিয়ে বক্করকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মা-বাবাকে মারপিটের অপরাধে তাকে এক বছর ছয় মাস (দেড় বছর) কারাদণ্ড এবং ৫শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর