কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ১৩২ প্রাথমিক শিক্ষার্থী পেলো স্কুলব্যাগ

 স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ১০:০১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের হাজী ফুলে রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩২ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ। এলজিএসপি-৩ এর অর্থায়নে বৌলাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই স্কুলব্যাগ বিতরণ করা হয়।

বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ভূঁইয়া স্বপন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ফুলে রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম প্রমুখসহ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর