কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ইউনিসেফ ভলান্টিয়ারদের অংশগ্রহণ

 স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ৬:১০ | কিশোরগঞ্জ সদর 


সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে।

এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রথমবারের মত দেশের ২১ জেলায় ইউনিসেফ ব্লু ফোর্সের ভলান্টিয়াররা অংশগ্রহণ করে। এই ২১ জেলার মধ্যে ছিল কিশোরগঞ্জ জেলাও।

কিশোরগঞ্জ জেলায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, রেলওয়ে স্টেশন, সূর্যের হাসি ক্লিনিক, সতাল এলাকার নগর মাতৃসদনে ইউনিসেফ ব্লু ফোর্সের ভলান্টিয়াররা ক্যাম্পেইনে অংশ নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।

ইউনিসেফ ব্লু ফোর্সের ভলান্টিয়ারদের টিম লিডারের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট নিউট্রিশন কো-অর্ডিনেটর মেহেদী হাসান।

ভলান্টিয়ার হিসেবে ছিলেন মোস্তাফিজ মারুফ, তৌফিকুর রহমান তুষার, আদিত্য চক্রবত্রী ও মোহাম্মদ ইমরান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর