কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে প্রশিক্ষণ

 স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০১৮, রবিবার, ৭:৫১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্যোগ ব্যবস্থাপনার সহকারী প্রকৌশলী কাওসার আহমেদ এবং প্রশিক্ষক মো. মানিক হাওলাদার। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম।

প্রশিক্ষণে কিশোরগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারগণ উপস্থিত ছিলেন।

এসএনএসপি প্রকল্প-ডিডিএম ও উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর