কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১২ জানুয়ারি ২০১৮, শুক্রবার, ৭:৪৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মহিনন্দ ইউনিয়ন পরিষদের নয়াপাড়া এলাকার আতহারুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিফিনের খরচ বাঁচিয়ে সঞ্চয় করা অর্থ দিয়ে দুই শতাধিক কম্বল গরীব ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণের মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত রেখেছে সংগঠনটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরাটী আহমদিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. আব্দুল কদ্দুছ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মো. সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে নয়াপাড়া জামে মসজিদের খতীব মাও. হোসাইন আহমেদ, গয়ালাপাড়া জামে মসজিদের খতীব মাও. শাহজাহান, মহিনন্দ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আমিনুল হক সাদী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউপি সদস্য মো. আব্দুল হালিম, মো. কামাল উদ্দিন, মো. আবুল কাশেম খোকন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত খুরশেদুল আলম ওয়াসী প্রমুখ উপস্থিত ছিলেন।

নান্দাইল আলিয়া মাদরাসার প্রভাষক মো. আবুল হাশেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. শাহ আলম, সহসভাপতি জহিরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্মসম্পাদক ইউসুফ নাঈম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, সহ-দপ্তর সম্পাদক জয়নাল হাজারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশাহিদ, অর্থ সম্পাদক সেলিম প্রমুখ।

এসময় ইউনিয়নের গণ্যমান্য লোকজন ও সংগঠনের উপদেষ্টাগণ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর