হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) হাটহাজারী মাদ্রাসায় এক সভা শেষে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী কমিটি বিলুপ্ত করার এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
আগামীতে আহ্ববায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজত কমিটির কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুর পর ২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।