কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এমরান আলী ভুঁইয়া রাজশাহী সাহেব বাজার এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ করেছেন।
বুধবার (১২ মে) দুপুরে সাহেব বাজার এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তিনি এসব উপহার সামগ্রী তুলে দেন।
এসময় রাজশাহী শাহ মকদুম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, রাজশাহী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামীম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যবসায়ী ও রাজনীতিক এমরান আলী ভুঁইয়া প্রতিবছর ঈদ উপলক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঈদ সামগ্রী দিয়ে আসছেন।
তিনি সম্প্রতি করিমগঞ্জেও করোনায় বিপর্যস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।