কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে অটোরিকশা চালককে নৃশংসভাবে খুন

 আমিনুল ইসলাম বাবুল | ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৫:১৪ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে শাহ আলম (২৫) নামে একজন অটোরিকশা চালককে ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার রাউতি পাছ ভাওয়াল গ্রামের একটি পতিত জমিতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় ঘটনাস্থলে তার অটোরিকশাটি পড়ে ছিল।

নিহত শাহ আলম উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে অটোরিকশা নিয়ে শাহ আলম বাড়ি থেকে বের হয়।

পরে রাত ১১টা পর্যন্ত সে বাড়ি না ফিরে এলে স্বজনেরা শাহ আলমকে খোঁজাখুজি শুরু করে।

রাতভর অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে রাউতি পাছ ভাওয়াল গ্রামের পতিত জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং শাহ আলমের স্বজনেরা লাশটি শাহ আলমের বলে সনাক্ত করেন।

পরে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশের শরীরে একাধিক আঘাতে চিহ্ণ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শাহ আলমকে চাকু বা ছুরির আঘাতে হত্যা করেছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর