কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে চার কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 আমিনুল ইসলাম বাবুল | ৩০ আগস্ট ২০২৩, বুধবার, ৩:০৪ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে ৪ কেজি গাঁজাসহ আম্বিয়া আক্তার (৪৩) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামিহা পশ্চিমপাড়া এলাকায় আম্বিয়া আক্তারের বসত থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

আম্বিয়া আক্তার উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা পশ্চিমপাড়া গ্রামের আঞ্জু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, আম্বিয়া আক্তার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশের একটি দল দামিহা এলাকায় অভিযান চালায়।

এ সময় ৪ কেজি গাঁজাসহ আম্বিয়া আক্তারকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা।

এ প্রসঙ্গে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুনসুর আলী আরিফ জানান, আম্বিয়া আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর