কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা

 আমিনুল ইসলাম বাবুল | ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার, ৭:৫৩ | তাড়াইল  


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং অফিসারগণের দিনব্যাপী প্রশিক্ষণ শেষে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন ও উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত  ৬০ জন প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর