কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে পুনর্বাসনের জন্য ভিক্ষুক পেলো ভ্যানগাড়ি

 আমিনুল ইসলাম বাবুল | ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৬:৩৬ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে একজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি দেওয়া করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী আক্কেল আলীর হাতে ভ্যানগাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে।

সুবিধাভোগী আক্কেল আলী উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অফিসার (্ইউএনও) লুবনা শারমীন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার অফিসার (্ইউএনও) মো. আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমাছ হোসেন, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে মাইনুজ্জামান নবাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মো. আক্কেল আলীকে ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি দেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর