কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কষ্টাশ্রয়ী জীবনের দেশপ্রেমিক নিরলস কর্মবীর শাহ্ মাহতাব আলী

 স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার, ১১:৩৯ | সম্পাদকের বাছাই  


অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কষ্টাশ্রয়ী জীবনের দেশপ্রেমিক এক নিরলস কর্মবীর শাহ্ মাহতাব আলী। তিনি সূফী দরবেশ হযরত সাগড়া শাহ্ (র.) এর ১১তম উত্তর পুরুষ। জন্ম : ১৯১৪ সালে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়িতে। ২০১৬ সালের ১৫ মার্চ মানবদরদি মানুষটি মৃত্যুবরণ করেন। তাঁর শারীরিক মৃত্যু ঘটলেও কর্মের মাঝে শ্রদ্ধা-ভালোবাসায় মানুষের মনের মণিকোটায় বেঁচে রয়েছেন তিনি।

শাহ্ মাহতাব আলী ১৯৩৫ সনে “লাঙ্গল যার জমি তার” প্রজাস্বত্ব আন্দোলনে নেতৃত্ব দেন। অন্যায়ের বিরুদ্ধে স্বীয় অবস্থান ও স্বার্থ বলিদান করে প্রজাস্বত্ব আন্দোলনের সময় তিঁনি তাঁর পারিবারিক ব্যাবসা ক্ষতিগ্রস্থ করে বিনা পয়সায় প্রজাদের রেহেন জমি ফেরত দেন।

১৯৪৭ সনে হিন্দু-মুসলিম দাঙ্গা প্রতিরোধে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন। তিঁনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ান, সুরক্ষা দেন এবং তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। ১৯৪৮ সনে অবৈতনিক আনসার বাহিনী গঠন করে এ বাহিনীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। জীবন বাজি রেখে ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ দাঙ্গা দমন এবং সদ্য বিভাজিত দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে আনসার বাহিনীকে উপমহাদেশের সর্ববৃহৎ অবৈতনিক এলিট বাহিনী হিসেবে গড়ে তুলেন।

১৯৬০ সনে জনকল্যাণে শতবর্ষী জীবনের অর্ধেক পার করে কিশোরগঞ্জ সদরের বেরোয়াইল খলাপাড়া'র বাসিন্দা আলীগড় বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট শেখ আহম্মদ আলী মাষ্টারের কন্যা মোছা. ফজিলাতুন্নেছা কে বিয়ে করে আনসার বাহিনীর চাকুরী থেকে অব্যাহতি নিয়ে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজারে ব্যাবসা শুরু করেন এবং ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে কিশোরগঞ্জের ব্যাবসায়ী সমাজের নেতৃত্ব দেন।

১৯৭১ সনে মুক্তিযুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দান সহ অষ্টবর্গ শাহ্ বাড়ি’তে মুক্তিযুদ্ধের আশ্রয় শিবির স্থাপন করেন। এ সময় তিঁনি পাক হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত হয়ে নিজ বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।

১৯৭৩ সনে যুদ্ধোত্তর পরিস্থিতিতে আর্থিক ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে কালোবাজারী, মজুতদার ও মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ লাইসেন্স-পারমিট ও ব্যাবসা বর্জন করে পিতৃভূমিতে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করেন। এ সময় তিঁনি আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে অধিক ফলনে নিরক্ষর কৃষকদের উৎসাহ দেন ও তাদের সাক্ষরতা অভিযানে নেতৃত্ব দেন। শিক্ষা বিস্তারে তিঁনি কৃষকদের সন্তানদের শিক্ষিত করে তোলার পরামর্শ দিয়ে শেষ বয়সে নিজ এলাকায় শিক্ষা ও উচ্চ শিক্ষার হার ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছান।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্করনণ তাঁর আমৃত্যু ভুমিকা ছিলো। তিঁনি  ২০১৮ সালে ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা লাভ করেন। ‘ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র: শাহ্ মাহতাব আলী’ শীর্ষক ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৮ প্রদান করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ। অনুষ্ঠানটি ঐতিহাসিক অষ্টবর্গ শাহ্ বাড়ি প্রাঙ্গণে তথা বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম আশ্রয় শিবির ও খরস্রোতা নরসুন্দা পাড়ে অষ্টবর্গ'র আদি মানব বাংলার বারভূঁইয়া খ্যাত বীর ঈসাখাঁ'র ধর্মগুরু সূফী দরবেশ হযরত সাগড়া শাহ্ (র.) স্মৃতিধন্য পূণ্য ভূমিতে জাতীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্মকর্তা ও বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮ তম জাতীয় সমাবেশে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাণী সহ আনসার বাহিনীর স্বরণিকায় “প্রতিষ্টালগ্নের নিরলস কর্মবীর শাহ্ মাহতাব আলী” শীর্ষক তাঁর জীবনী গুরুত্বের সাথে সংকলিত হয়।

পরিরার, শুভানুধ্যায়ী বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ.এ. মাজহারুল হক এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এর ইচ্ছায় শাহ্ মাহতাব আলীর স্বপ্ন সৎ, নৈতিক, মানবিক ও পরোপকারী সমাজ গঠনের অভিপ্রায়ে ২০১৯ সালে দেশের বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে তাঁর নামে শাহ্ মাহতাব আলী ফাউন্ডেশন গঠিত হয়।

শাহ্ মাহতাব আলী ফাউন্ডেশন ইতোমধ্যে বাড়িটির সংযোগ পাকা রাস্তা নির্মাণ, স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্লিনিক স্থাপন সহ মানবিক উন্নয়নে নানাবিধ কল্যাণমুখী উদ্যোগ হাতে নিয়েছে। এছাড়া তাঁর পরিবার কিশোরগঞ্জ সদরে অবস্থিত এ ঐতিহাসিক বাড়িটি সংস্কারের কাজ করছে।।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর