কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নান্দাইল উপজেলা রিসোর্স সেন্টারে বিষয়ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ শুরু

 স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২২, বুধবার, ৩:০০ | ময়মনসিংহ 


ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ডিউপার্ট সম্বলিত বিষয়ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন বুধবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর।

এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ এইচ এম শরীফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মদ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুল ইসলাম।

এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন হালিউড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফখর উদ্দিন ও সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. নাজমা বেগম।

দু‘টি ব্যাচে নান্দাইল উপজেলায় ৬০ জন প্রাথমিক শিক্ষককে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর