কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশ্বরগঞ্জের মোস্তফা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদ গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৬:৪৫ | ময়মনসিংহ 


ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি নুর মোহাম্মদ (৩৪) কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেহনগর (আউজহাটি) গ্রামের মৃত সামসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন ফতেহ নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালের ১১ অক্টোবর নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

পরবর্তীতে তার নামে ঈশ্বগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর