কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৩ জুলাই ২০২২, শনিবার, ১১:৪৪ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য মেঘনা নদীতে নৌ-থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে নৌ-থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করেন।

মৎস্য অফিস ও নৌ-থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ জুলাই) ভোর থেকে ভৈরব নৌ-থানা পুলিশ মেঘনা নদীর পানিশ্বর, খলাপাড়া, লুন্দিয়া, আজবপুরে অভিযান চালিয়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌ-থানায় নিয়ে যায়।

পরে দুপুরে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ মো. সাঈদুর রহমান জানান, মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটানা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার অবৈধ এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর