কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩, আহত ৩

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৬ আগস্ট ২০২২, শুক্রবার, ৩:১৫ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুদর্শ কুমার দেব দিবু (১৬), মিলন লাল (৩৫) ও মো. মোবারক (২৪) নামে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আবদুল্লাহ (৩৫), সকাল (১৩) ও সানি (১৪) নামে আরো তিনজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব পৌরসভার রেলওয়ে পাওয়ার হাউস সংলগ্ন হরিজন কলোনিতে বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সুদর্শ কুমার দেব দিবু হরিজন কলোনির জনি লালের ছেলে, মিলন লাল একই কলোনির গণেশ লালের ছেলে এবং মোবারক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে কয়েকজন মিলে সড়কের পাশ থেকে সৌরবিদ্যুতের একটি খুঁটি সরানোর কাজ করছিল।

এ সময় খুঁটিটি কলোনির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন গুরুতর আহত হয়।

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত অন্য তিনজনের মধ্যে একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর