কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে তিন হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৬ নভেম্বর ২০২২, রবিবার, ৩:১৬ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬২০ টাকাসহ আরিফ হাসান (৩১) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ নভেম্বর) রাতে ভৈরবের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী আরিফ হাসান ভৈরবের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার জজ মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মো. জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ভৈরবের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় আরিফ হাসানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে তিন হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬২০ টাকাসহ মাদক ব্যবসায়ী আরিফ হাসানকে আটক করা হয়।

সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

ইয়াবাসহ আটকের পর তার বিরুদ্ধে ভৈরব থানায় মামলা (নং-১২, তারিখ- ০৫/১১/২২ খ্রি.) দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর