কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে মাইক্রোতে করে পাচারের সময় শত কেজি গাঁজাসহ যুবক আটক

 স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৬:৪২ | অপরাধ 


কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় ৯৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজা, নগদ দুই হাজার ৯শ’ টাকা ও একটি মাইক্রোবাসসহ মো. হাসান (৩০) নামে এক যুবককে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজা, মাইক্রোবাস ও টাকাসহ তাকে আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া যুবক মো. হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পুনিয়াউট গ্রামের মৃত পিছন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, মো. হাসান একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. হাসানকে আটক করে তার দখলে থাকা মাইক্রোবাসে তল্লাসি চালিয়ে ৯৯ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর