দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ সেশনে চান্সপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউসিসি কিশোরগঞ্জ শাখা। এছাড়া এ উপলক্ষ্যে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারী।
ইউসিসি কিশোরগঞ্জ শাখার পরিচালক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, ওয়ালী নেওয়াজ খান কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আ ব ম মুজিবুর রহমান, ওয়ালী নেওয়াজ খান কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হারুন অর রশীদ এবং ইউসিসি কিশোরগঞ্জ শাখার পরিচালক আসিফ মাহমুদ হিমেল।
এতে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এমদাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী রাব্বি কায়েস বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন ক্লাসে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন কলেজের ৫২০ জন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন।
ওরিয়েন্টেশন ক্লাস শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন ক্লাসকে ঘিরে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের পদভারে মুখরিত ছিলো জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানস্থল।