কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

 স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১:২০ | অপরাধ 


কিশোরগঞ্জে ৫৩ পিস ইয়াবাসহ ওবাইদুল হক অভি (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

ইয়াবাসহ আটক হওয়া ওবাইদুল হক অভি কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার আবুল কালাম আজাদের ছেলে। র‌্যাব জানিয়েছে, সে একজন ইয়াবা ব্যবসায়ী।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার কিছু পরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ ওবাইদুল হক অভিকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া ওবাইদুল হক অভির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর