কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলী থেকে পাইপগান উদ্ধার করেছে র‌্যাব

 স্টাফ রিপোর্টার | ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১২:২৩ | অপরাধ 


কিশোরগঞ্জ জেলার নিকলী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পাইপগান উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম নিকলী উপজেলার কুর্শা গ্রামের পশ্চিমপাড়া পল্লীকানন বিদ্যা নিকেতন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, র‌্যাব গোপন সূত্রে সংবাদ পায় যে, নিকলী উপজেলার কুর্শা গ্রামের পশ্চিমপাড়া পল্লীকানন বিদ্যা নিকেতন এলাকায় কতিপয় লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল কুর্শা গ্রামের পশ্চিমপাড়া পল্লীকানন বিদ্যা নিকেতনের পাশে একটি আম গাছের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপ গান উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অজ্ঞাত দুর্বৃত্তরা স্থানটিতে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছিল। এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক করতে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

এছাড়া উদ্ধার করা দেশীয় তৈরি পাইপগানটি নিকলী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর