কিশোরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মো. কামাল উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া মো. কামাল উদ্দিন কিশোরগঞ্জ শহরের বত্রিশ মেলা বাজার গ্যাস অফিসের সামনে গোলাপ মিয়ার বাড়ির মো. তারা মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. হাম্মাদ হোসেন এর নেতৃত্বে এসআই সঞ্জয় সাহা, এএসআই মো. এনামুল হক এবং কনস্টেবল আনিছুজ্জামান ও মো. বাবর মিয়া এই অভিযান পরিচালনা করেন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানিয়েছে, ইয়াবাসহ আটক হওয়া মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে ধরতে ডিবি’র একটি চৌকস টিম কিশোরগঞ্জ শহরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে পরিচালিত এই অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মো. কামাল উদ্দিনকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।