কিশোরগঞ্জে ৫ বোতল বিদেশী মদসহ আব্দুর রহমান বাবুর্চি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে সে আটক হয়।
বিদেশী মদসহ আটক হওয়া আব্দুর রহমান বাবুর্চি কিশোরগঞ্জ শহরের সতাল নোয়ানগর এলাকার মৃত আবু মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫ বোতল বিদেশী মদসহ আব্দুর রহমান বাবুর্চি কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিদেশী মদ ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় বিদেশী মদসহ আটক হওয়া আব্দুর রহমান বাবুর্চির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।